Esho hey provu nironjon

এস হে প্রভু নিরঞ্জন।

এস হে প্রভু নিরঞ্জন। এ ভব তরঙ্গ দেখে আতঙ্কেতে যায় জীবন।। তুমি ভক্তি তুমি মুক্তি অনাদির আদ্যশক্তি। দাও হে আমার ভক্তির শক্তি যাতে তৃপ্ত হয় ভবজীবন।। ধ্যান যোগে তোমারে দেখি তুমি সখা আমি সখী। মম হৃদয় মন্দিরে থাকি দাও ঐ রূপ দরশন।। ত্রিগুনে সৃজিলেন সংসার লীলা দেখে কয় লালন তার। ছাদরাতুল মোন্তাহার উপর নূর [...]