এসো হে অপারের কাণ্ডারি।

এসো হে অপারের কাণ্ডারি। পড়েছি অকূল পাথারে দাও এসে চরণতরী।। প্রাপ্ত পথ ভুলে হে এবার ভবরোগে ভুগবো কত আর। তুমি নিজগুনে শ্রীচরণ দাও তবে কূল পেতে পারি।। ছিলাম কোথায় এলাম হেথায় আবার আমি যাই যেন কোথায়। তুমি মনোরথের সারথি হয়ে স্বদেশে লও মনেরই।। পতিত পাবন নাম তোমার গো সাঁই পাপী তাপী তাইতে দেয় দোহাই। [...]