Ei deshe te ai shukh holo

এই দেশেতে এই সুখ হলো।

এই দেশেতে এই সুখ হলো আবার কোথায় যাই না জানি। পেয়েছি এক ভাঙ্গা তরী জনম গেল সেচতে পানি।। আর কিরে এই পাপীর ভাগ্যে দয়াল চাঁদের দয়া হবে। আমার দিন এই হালে যাবে বাইয়ে পাপের তরনী।। আমি বা কার কে বা আমার প্রাপ্ত বস্তু ঠিক নাহি তার। বৈদিক মেঘে ঘোর অন্ধকার উদয় হয় না দিনমণি।। [...]

2017-06-03T21:04:20+00:00 Tags: , , , |