দেখিলাম এ সংসার ভোজবাজি প্রকার।

দেখিলাম এ সংসার ভোজবাজি প্রকার দেখিতে দেখিতে অমনি কে বা কোথা যায়। মিছে এ ঘরবাড়ি মিছে ধন টাকাকড়ি মিছে দৌড়াদৌড়ি করি কার মায়ায়।। কীর্তিকর্মার কীর্তি কে বুঝতে পারে সে বা জীবকে কোথায় লয়ে যায় ধরে। এ কথা আর শুধাব কারে নিগুঢ়তত্ত্ব অর্থ কে বলবে আমায়।। যে করে এই লীলে তারে চিনলাম না আমি আমি [...]