চিরদিন দুঃখের অনলে প্রান জ্বলছে আমার।

আমি আর কতদিন জানি এই অবলার প্রাণী এ জ্বলনে জ্বলবে ওহে দয়েশ্বর। চিরদিন দুঃখের অনলে প্রান জ্বলছে আমার।। দাসী ম’লে ক্ষতি নাই, যাই হে মরে যাই দয়াল নামের দোষ রবে হে গোঁসাই। দাও হে দুঃখ যদি, তবু তোমায় সাধি তোমা ভিন্ন দোহাই আর দিব কার।। ও মেঘ হইয়ে উদয় লুকালো কোথায় পিপাসীর প্রান যায় [...]