Bhokter dar a badha achen shai

ভক্তের দ্বারে বাঁধা আছেন সাঁই।

ভক্তের দ্বারে বাঁধা আছেন সাঁই। হিন্দু কি যবন বলে জাতের বিচার নাই।। ভক্ত কবির জেতে জোলা শুদ্ধ ভক্তি মাতোয়ালা। ধরেছে সেই ব্রজের কালা দিয়ে সর্বস্ব ধন তাই।। রামদাস মুচি ভবের পরে ভক্তির বল সদাই করে। সেবায় স্বর্গে ঘণ্টা পড়ে সাধুর মুখে শুনতে পাই।। এক চাঁদে হয় জগৎ আলো এক বীজে সব জন্ম [...]