Beauty Akter

ভবে মানুষ গুরু নিষ্ঠা যার।

ভবে মানুষ গুরু নিষ্ঠা যার সর্বসাধন সিদ্ধ হয় তার।। নদী কিংবা বিল বাওড় খাল সর্বস্থলে একই এক জল। একা মেরে সাঁই ফেরে সর্ব ঠাঁই মানুষে মিশিয়ে হয় বেদান্তর।। নিরাকারে জ্যোতির্ময় যে আকার সাকার হইল সে। যেজন দিব্যজ্ঞানী হয় সেহি জানতে পায় কলি যুগে হলো মানুষ অবতার।। বহুতর্কে দিন বয়ে যায় বিশ্বাসে ধন নিকটে পায়। [...]

জাত গেল জাত গেল বলে।

জাত গেল জাত গেল বলে একি আজব কারখানা। সত্য কাজে কেউ নয় রাজি সবই দেখি তা না না না।। আসবার কালে কি জাত ছিলে এসে তুমি কি জাত নিলে। কি জাত হবা যাবার কালে সেই কথা ভেবে বলো না।। ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি এক জলে সব হয় গো শুচি। দেখে শুনে হয় না রুচি [...]

খাঁচার ভিতর অচিন পাখি।

খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। ধরতে পারলে মনবেড়ি দিতাম পাখির পায়।। আট কুঠুরী নয় দরজা আঁটা মধ্যে মধ্যে ঝরকা কাঁটা। তার উপরে সদর কোঠা আয়নামহল তায়।। কপালের ফ্যার নইলে কি আর পাখিটির এমন ব্যবহার। খাঁচা ভেঙ্গে পাখি আমার কোন বনে পালায়।। মন তুই রইলি খাঁচার আশে খাঁচা যে তোর কাঁচা [...]

তিন পাগলে হলো মেলা নদেয় এসে।

তোরা কেউ যাসনে ও পাগলের কাছে। তিন পাগলে হলো মেলা নদেয় এসে।। একটা পাগলামি করে জাত দেয় সে অজাতেরে দৌড়ে যেয়ে। আবার হরি বলে পড়ছে ঢলে ধূলার মাঝে।। একটা নারকেলের মালা তাতে জল তোলা ফেলা করঙ্গ সে। পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে।। পাগলের নামটি এমন বলিতে ফকির লালন হয় তরাসে। চৈতে নিতে [...]

চেয়ে দেখনা রে মন দিব্যনজরে।

চেয়ে দেখনা রে মন দিব্যনজরে। চার চাঁদে দিচ্ছে ঝলক মণিকোঠার ঘরে।। হলে সে চাঁদের সাধন অধর চাঁদ হয় দরশন, হয়রে। চাঁদেতে চাঁদের আসন রেখেছে ঘিরে।। চাঁদে চাঁদ ঢাকা দেওয়া চাঁদে দেয় চাঁদের খেওয়া, দেয়রে। জমিনেতে ফলছে মেওয়া চাঁদের সুধা ঝরে।। নয়নচাঁদ প্রসন্ন যার সকল চাঁদ দৃষ্ট হয় তার, হয়রে। লালন বলে বিপদ আমার গুরু [...]

কে বানাইলো এমন রঙমহল খানা।

কে বানাইলো এমন রঙমহল খানা হাওয়া দমে দেখ তারে আসল বেনা।। বিনা তেলে জ্বলে বাতি দেখতে যেমন মুক্তা মতি জলময় তার চতুর্ভিতি মধ্যে খানা।। তিল পরিমাণ জায়গা সে যে হদ্দরূপ তাহার মাঝে কালায় শোনে আঁধলায় দেখে নেংড়ার নাচনা।। যে গঠিল এ রঙমহল না জানি তার রূপটি কেমন। সিরাজ সাঁই কয় নাইরে লালন তার তুলনা।। [...]

আমারে কি রাখবেন গুরু চরণদাসী।

আমারে কি রাখবেন গুরু চরণদাসী। ইতরপনা কার্য আমার ঘটে অহর্নিশি।। জঠর যন্ত্রণা পেয়ে এসেছিলাম কড়ার দিয়ে। সে সকল গিয়াছি ভুলে ভবে তে আসি।। চিনলাম না সে গুরু কি ধন করলাম না তার সেবা সাধন। ঘুরতে বুঝি হলো রে মন আবার চুরাশি।। গুরুরূপ যার বাঁধা হৃদয় শমন বলে তার কিসের ভয়। লালন বলে মন তুই [...]

Go to Top