Bazlu Shah

লালন উত্তরসাধক খোদা বক্স সাঁই।

ফকির লালন সাঁইজীর তৃতীয় সিঁড়ির শিষ্য খোদা বক্স সাঁই এর দীক্ষাগুরু মনিরুদ্দীন শাহ্‌ ছিলেন লালন সাঁইজীর সাক্ষাত শিষ্য ও কালাম লিপিকার। বাবা কফিলউদ্দীন ও মা ব্যাশোরণ নেছা’র ঘরে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার জাঁহাপুর গ্রামে  ৩০ চৈত্র, ১৩৩৪ (১৯২৮) সালে খোদা বক্স জন্মগ্রহণ করেন। খোদা বক্স লেখাপড়া করেছেন পঞ্চম শ্রেণী পর্যন্ত।  স্ত্রীর নাম রাহেলা খাতুন ওরফে [...]

সাধ্য কিরে আমার সেরূপ চিনিতে।

সাধ্য কিরে আমার সেরূপ চিনিতে। অহর্নিশি মায়ার ঠুসি জ্ঞানচক্ষেতে।। ঈশানকোণে হামেশ ঘড়ি সে নড়ে কি আমি নড়ি। আমার আমি হাতড়ে ফিরি না পাই ধরিতে।। আমি আর সে অচিন একজন এক জায়গাতে থাকি দুজন। ফাঁকে থাকে লক্ষ্য যোজন না পাই দেখিতে।। ঢুঁড়ে হদ্দ মেনে আছি এখন বসে খেদাই মাছি। লালন বলে মরে বাঁচি কোন কার্যেতে।। [...]

2017-06-03T21:04:40+06:00Tags: , , , |
Go to Top