Arundhati Holme Chowdhury

এমন মানব জনম আর কি হবে।

এমন মানব জনম আর কি হবে। মন যা কর ত্বরায় কর এই ভবে।। অনন্ত রূপ সৃষ্টি করলেন সাঁই শুনি মানবরূপের উত্তম কিছুই নাই। দেব দেবতাগণ করে আরাধন জন্ম নিতে মানবে।। কত ভাগ্যের ফলে না জানি পেয়েছ এই মানব তরণী। বেয়ে যাও ত্বরায় তরী সুধারায় যেন ভরা না ডোবে।। এই মানুষে হবে মাধুর্য্য ভজন তাইতে [...]

সাঁই আমার কখন খেলে কোন খেলা।

সাঁই আমার কখন খেলে কোন খেলা। জীবের কি সাধ্য আছে গুণে পড়ে তাই বলা।। কখনো ধরে আকার কখনো হয় নিরাকার কেউ বলে আকার সাকার অপার ভেবে হই ঘোলা।। অবতার অবতারী সবই সম্ভব তারই। দেখ জগৎ ভরি এক চাঁদে হয় উজলা।। ভাণ্ড ব্রহ্মাণ্ড মাঝে সাঁই বিনে কি খেল আছে। ফকির লালন কয় নাম ধরে সে [...]

দিনে দিনে হলো আমার দিন আখেরি।

দিনে দিনে হলো আমার দিন আখেরি। আমি কোথায় ছিলাম কোথায় এলাম তাইতো সদাই ভেবে মরি।। বসত করি দিবা রাতে ষোলজন বোম্বেটের সাথে। দেয় না যেতে সরল পথে আমায় পদে পদে করে দাগাদারি।। বাল্যকাল খেলায় গেলো যৌবনে কলঙ্ক হলো বৃদ্ধকাল সামনে এলো মহাকাল হলো অধিকারী।। যে আশাতে ভবে আশা তাতে হোল ভগ্ন দশা। [...]

Go to Top