Arjun Khyapa

কি সন্ধানে যাই সেখানে।

কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে। আঁধার ঘরে জ্বলছে বাতি দিবা রাতি নাই সেখানে।। যেতে পথে কাম নদীতে পাড়ি দিতে ত্রিবিনে। কতো ধনীর ভারা যাচ্ছে মারা পরে নদীর তোড় তুফানে।। রসিক যারা চতুর তারা তারাই নদীর ধারা চেনে। উজান তরী যাচ্ছে বেয়ে তারাই স্বরূপ সাধন জানে।। লালন বলে ম’লাম জ্বলে দিবানিশি জলে স্থলে। [...]

মন চোরারে কোথা পাই।

মন চোরারে কোথা পাই। কোথা যাই মন আজ কিসে বুঝাই।। নিষ্কলঙ্ক ছিলাম ঘরে কিবা রূপ নয়নে হেরে, প্রাণে তো আমার ধৈর্য নাই।। ও সে চাঁদ বটে কি মানুষ দেখে হলাম বেহুঁশ। থেকে থেকে ঐরূপ মনে পড়ে তাই।। রূপের কালে আমায় দংশিলে উঠিল বিষ ব্রহ্মমূলে, কেমনে সে বিষ নামাই। বিষ গাঁঠরি করা না যায় হরা [...]

2017-06-03T21:04:20+06:00Tags: , , , |

মনেরে বুঝাবো কত।

মনেরে বুঝাবো কত। যে পথে মরণ ফাঁসি সেই পথে মন সদাই রত।। যে জলে লবন জন্মায় সেই জলে লবন গলে যায়। তেমনি আমার মন মনুরায় মরণ ফাঁসি নিচ্ছে সে তো।। চারের লোভে মত্স্য গিয়ে চালির উপর পড়ে ঝাঁপিয়ে, তেমনি আমার মন ভেয়ে একা একা হচ্ছে হত।। সিরাজ সাঁই দরবেশের বাণী বুঝবি লালন দিনি দিনি। [...]

2017-06-03T21:04:24+06:00Tags: , , |

কুলের বউ ছিলাম বাড়ি।

কুলের বউ ছিলাম বাড়ি হলাম নাড়ি নাড়ার সাথে। কুলের আচার কুলের বিচার আর কি ভুলি সেই ভোলাতে।। ভাবের নাড়ি ভাবের নাড়া কুল নাশালাম জগত জোড়া। করণ তার উল্টো দাঁড়া বিধির ফাঁড়া কাটবে যাতে।। হয়েছি নাড়ার নাড়ি পরনে পড়েছি ডুরি। দিব না আর আঁচির কড়ি বেড়াব চৈতন্য পথে।। আসতে নাড়া যেতে নাড়া কেবল দুদিন মোড়া [...]

2017-06-03T21:04:27+06:00Tags: , , |

আমারে কি রাখবেন গুরু চরণদাসী।

আমারে কি রাখবেন গুরু চরণদাসী। ইতরপনা কার্য আমার ঘটে অহর্নিশি।। জঠর যন্ত্রণা পেয়ে এসেছিলাম কড়ার দিয়ে। সে সকল গিয়াছি ভুলে ভবে তে আসি।। চিনলাম না সে গুরু কি ধন করলাম না তার সেবা সাধন। ঘুরতে বুঝি হলো রে মন আবার চুরাশি।। গুরুরূপ যার বাঁধা হৃদয় শমন বলে তার কিসের ভয়। লালন বলে মন তুই [...]