Arif Baul

মন তোর আপন বলতে আর কে আছে।

মন তোর আপন বলতে আর কে আছে। তুমি কার কাঁদায় কাঁদো মিছে।। থাক সে ভবের ভাই বেরাদার প্রাণপাখি সেও নয় আপনার। পরের মায়ায় মজে এবার প্রাপ্ত ধন হারায় পিছে।। মিছে মায়ার মদ খেও না প্রাপ্তপদ ভুলে যেও না। এবার গেলে আর হবেনা পড়বি কয় যুগের প্যাঁচে।। সারা নিশি দেখ মনুরায় নানান পক্ষী এক বৃক্ষে [...]

2017-06-03T21:04:13+06:00Tags: , , , |

চলো যাই আনন্দের বাজারে।

চলো যাই আনন্দের বাজারে। চিত্ত মন্দ তমঃ অন্ধ নিরঙ্গম রবে না রে।। সুজনায় সুজনাতে সহজ প্রেম হয় সাধিতে যাবি নিত্য ধামেতে প্রেম পদের বাসনা।। প্রেমের গতি বিপরীতে সকলে জানে না সেখানে কৃষ্ণপ্রেমের বেচাকেনা অন্য বেচাকেনা নাইরে।। সহস্র রাগের কারণ বাঁকা শ্যাম করলো ধারন হইলো গৌর বরণ রাধার প্রেম সাধনে। আনন্দে সানন্দে মিশে যোগ করে [...]

বসত বাড়ির ঝগড়া কেজে।

বসত বাড়ির ঝগড়া কেজে আমার তো কই মিটলো না। কার গোয়ালে কে দেয় ধূমা সব দেখি তা না না না।। ঘরের চোরে ঘর মারে যার বসতের সুখ হয় কিসে তার। ভূতের কীর্তি যেমন প্রকার তেমনি তার বসতখানা।। দেখে শুনে আত্মকলহ বাড়ির কর্তাব্যক্তি হত হলো। সাক্ষাতে ধন চোরে গেল এ লজ্জা তো যাবে না।। সর্বজয় [...]

এমন দিন কি হবে রে আর।

এমন দিন কি হবে রে আর। খোদা সেই করে গেল রসুল রূপে অবতার।। আদমের রূহ সেই কেতাবে শুনিলাম তাই। নিষ্ঠা যার হলো রে ভাই মানুষ মুর্শিদ করলো সার।। খোদ সুরতে পয়দা আদম এও জানা যায় অতি মরম। আকার নাই যার সুরত কেমন লোকে বলে তাও আবার।। আহম্মদের নাম লিখিতে মিম নফি হয় তার কিসিতে। [...]

2017-06-03T21:04:26+06:00Tags: , , |

নিচে পদ্ম চরকবাণে।

নিচে পদ্ম চরকবাণে যুগল মিলন চাঁদ চকোরা। সূর্যের সুসঙ্গে কমল কিরূপে হয় যুগল মিলন। জানলিনে মন হলি কেবল কামাবেশে মাতোয়ারা।। স্ত্রী পুংলিঙ্গ ভবে নপুংসক না সম্ভবে যে লিঙ্গ ব্রহ্মাণ্ড 'পরে কি দিব তুলনা তারে। রসিকজনা জানতে পারে অরসিকে চমৎকারা।। সামর্থ্যকে পূর্ণ জেনে বসে আছো সেই গুমানে। যে রতিতে জন্মে মতি সে রতির [...]

2017-06-03T21:04:38+06:00Tags: , , |