Anusheh Anadil

পাপ পুণ্যের কথা আমি কারে বা শুধাই।

পাপ পুণ্যের কথা আমি কারে বা শুধাই। এই দেশে যা পাপ গণ্য অন্য দেশে পুণ্য তাই।। তিব্বত নিয়ম অনুসারে এক নারী বহু পতি ধরে। এই দেশে তা হলে পরে ব্যাভিচারী দণ্ড হয়।। শূকর গরু দুইটি পশু খাইতে বলেছেন যিশু। শুনে কেন মুসলমান হিন্দু পিছেতে হটায়।। দেশ সমস্যা অনুসারে ভিন্ন বিধান হতে পারে। সূক্ষ্মজ্ঞানে বিচার [...]

জিজ্ঞাসিলে খোদার কথা।

আছেন কোথায় স্বর্গপুরে কেউ নাহি তার ভেধ জানে। কেন জিজ্ঞাসিলে খোদার কথা দেখায় আসমানে।। পৃথিবী গোলাকার শুনি অহর্নিশি ঘোরে আপনি। তাইতে হয় দিন-রজনী জ্ঞানী গুনী তাই মানে।। একদিকেতে নিশি হলে অন্যদিকে দিবা বলে। আকাশতো দেখে সকলে খোদা দেখে কয়জনে।। আপন ঘরে কে কথা কয় না জেনে আসমানে তাকায়। লালন বলে কেবা কোথায় বুঝিবে দিব্যজ্ঞানে।। [...]

এসব দেখি কানার হাট বাজার।

এসব দেখি কানার হাট বাজার বেদ বিধির পর শাস্ত্র কানা আর এক কানা মন আমার।। পণ্ডিত কানা অহংকারে মাতবর কানা চোগলখোরে। সাধু কানা অন বিচারে আন্দাজে এক খুঁটি গেড়ে, চেনে না সীমানা কার।। এক কানা কয় আর এক কানারে চল এবার ভবপারে। নিজে কানা পথ চেনে না পরকে ডাকে বারে বার।। কানায় কানায় উলামিলা [...]

2017-06-03T21:04:29+06:00Tags: , , , |

সে কি আমার কবার কথা।

সে কি আমার কবার কথা আপন বেগে আপনি মরি। গৌর এসে হৃদে বসে করলো আমার মনচুরি।। কিবা গৌর রূপ লম্পটে ধৈর্যের ডুরি দেয় গো কেটে। লজ্জা ভয় সব যায় গো ছুটে যখন ঐ রূপ মনে করি।। ঘুমের ঘোরে দেখলাম যারে চেতন হয়ে পাইনে তারে। লুকাইলে কোন শহরে নব রসের রাসবিহারী।। মেঘে যেমন চাতকেরে দেখা [...]

প্রেম পাথারে যে সাঁতারে।

প্রেম পাথারে যে সাঁতারে তার মরণের ভয় কি আছে। স্বরূপ মরণে সদা মত্ত যারা ঐ কাজে।। শুদ্ধ প্রেম রসিকের ধর্ম মানে না বেদ বিধির কর্ম। রসরাজ রসিকের মর্ম রসিক বৈ আর কে জেনেছে।। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এই পঞ্চে হয় নিত্যানন্দ। যার অন্তরে সদানন্দ নিরানন্দ জানে না সে।। পাগল পায় পাগলের পারা দুই [...]

2017-06-03T21:04:35+06:00Tags: , , |

আছে ভাবের তালা যেই ঘরে।

আছে ভাবের তালা যেই ঘরে সেই ঘরে সাঁই বাস করে।। ভাব দিয়ে খোল ভাবের তালা দেখবি সে মানুষের খেলা। ঘুচে যাবে মনের ঘোলা থাকলে সে রূপ নিহারে।। ভাবের ঘরে কি মূরতি ভাবের লন্ঠন ভাবের বাতি। ভাবের বিভাব হলে এক রতি অমনি সে রূপ যায় সরে।। ভাব নইলে ভক্তিতে কি হয় ভেবে বুঝে দেখ মনুরায়। [...]

সোনার মানুষ ভাসছে রসে।

সোনার মানুষ ভাসছে রসে যে জেনেছে রসপন্থি সে দেখিতে পায় অনায়াসে।। তিনশো ষাট রসের নদী বেগে ধায় ব্রহ্মাণ্ড ভেধী। তার মাঝে রূপ নিরবধি ঝলক দিচ্ছে এই মানুষে।। মাতা পিতার নাই ঠিকানা অচিন দেশে বসত খানা। আজগুবি তার আওনা যাওনা কারণবারির যোগ বিশেষে।। অমাবস্যায় চন্দ্র উদয় দেখতে যার বাসনা হৃদয়। লালন বলে থেকো সদাই ত্রিবেনীর [...]

Go to Top