Akkas Fakir

চাতক বাঁচে কেমনে মেঘের বরিষণ বিনে।

চাতক বাঁচে কেমনে মেঘের বরিষণ বিনে।। তুমি হে নব জলধর চাতকিনী ম’লো এবার। ঐ নামের ফল সুফল এবার রাখ ভুবনে।। তুমি দাতার শিরোমণি আমি চাতক অভাগিনী। তোমা ভিন্ন আর না জানি রাখ চরণে।। চাতক ম’লে যাবে জানা ঐ নামের গৌরব রবে না জল দিয়ে কর সান্তনা অবোধ লালনে।। [...]

2017-06-03T21:04:14+06:00 Tags: , , , , |

গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর।

অখন্ড মন্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচর। গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর।। ব্রহ্মা বিষ্ণু শিব তিনে ভজে তোমায় নিশিদিনে। আমি জানি নাকো তোমা বিনে তুমি গুরু পরাৎপর।। ভজে যদি না পাই তোমায় এ দোষ আমি দেবো বা কার। নয়ন দুটি তোমার উপর যা করো তুমি এবার।। আমি লালন একই শিরে ভাই বন্ধু নাই আমার জোড়ে। [...]