আজব আয়না মহল মণি গভীরে।

আজব আয়না মহল মণি গভীরে। সেথা সতত বিরাজে সাঁইজী মেরে।। পূর্বদিকে রত্নবেদি তার উপরে খেলছে জ্যোতি। যে দেখেছে ভাগ্যগতি সচেতন সে সব খবরে।। জলের ভিতর শুকনো জমি আঠারো মোকাম তাই কায়েমি। নিঃশব্দে শব্দের উদ্‌গামী যা যা সেই মোকামের খবর জান গা যা রে।। মণিপুরের হাটে মনোহারি কল তেহাটা ত্রিবিনী তাহে বাঁকা নল। মাকড়শার আঁশে [...]