কি সন্ধানে যাই সেখানে।

কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে। আঁধার ঘরে জ্বলছে বাতি দিবা রাতি নাই সেখানে।। যেতে পথে কাম নদীতে পাড়ি দিতে ত্রিবিনে। কতো ধনীর ভারা যাচ্ছে মারা পরে নদীর তোড় তুফানে।। রসিক যারা চতুর তারা তারাই নদীর ধারা চেনে। উজান তরী যাচ্ছে বেয়ে তারাই স্বরূপ সাধন জানে।। লালন বলে ম’লাম জ্বলে দিবানিশি জলে স্থলে। [...]