Abul Fakir

আছে আদি মক্কা এই মানব দেহে।

আছে আদি মক্কা এই মানব দেহে দেখ না রে মন ভেয়ে। দেশ দেশান্তর দৌড়ে এবার মরছো কেন হাঁপিয়ে।। করে অতি আজব ভাক্কা গঠেছে সাঁই মানুষ-মক্কা কুদরতি নূর দিয়ে। ও তার চারদ্বারে চার নূরের ইমাম মধ্যে সাঁই বসিয়ে।। মানুষ-মক্কা কুদরতি কাজ উঠছে রে আজগুবি আওয়াজ সাততলা ভেদিয়ে। আছে সিংহ দরজায় একজন দ্বারী নিদ্রাত্যাগী হয়ে।। তিল [...]

2017-06-03T21:04:27+06:00Tags: , , , |

কার ভাবে এ ভাব হারে জীবন কানাই।

কার ভাবে এ ভাব হারে জীবন কানাই। করে বাঁশি নাই, মাথে চূড়া নাই।। ক্ষীর সর ননী খেতে বাঁশীটি সদাই বাজাতে। কি অসুখ পেয়ে তাতে ফকির হলি ভাই।। অগুরু চন্দন আদি মাখিতে নিরবধি। সেই অঙ্গ ধূলায় অদ্ভুতি এখন দেখতে পাই।। বৃন্দাবন যথার্থ বন তুই বিনে হলো রে এখন। মানুষ লীলে করবে কোন জন লালন বলে [...]

2017-06-03T21:04:27+06:00Tags: , , |
Go to Top