Abdur Rob Fakir

কোন কলে নানান ছবি।

কোন কলে নানাবিধ আওয়াজ উদয়। কোন কলে নানান ছবি নাচ করে সদাই।। কলমা পড়ি কল চিনিনে যে কলে ঐ কলমা চলে। উপর উপর বেড়াও ঘুরে গভীরে ডুবিল না হৃদয়।। কলের পাখি কলের চুয়া কলের মোহর গিরে দেওয়া। কল ছুটিলে যাবে হাওয়া কে রবে কোথায়।। আপন দেহের কল না ঢুঁড়ে বেভুল হলে কলমা পড়ে। ফকির [...]

সবে কি হবে ভবে ধর্মপরায়ণ।

সবে কি হবে ভবে ধর্মপরায়ণ। যার যা ধর্ম সেই সে করে তোমার বলা অকারণ।। কাঁটার মুখ কেউ চাঁছে না ময়ূর চিত্র কেউ করে না। এমনি মতে সব ঘটনা যার যাতে আছে সৃজন।। চিন্তামণি পদ্মিনী নারী এরাই পতিসেবার অধিকারী। হস্তিনী শঙ্খিনী নারী তারা কর্কশ ভাষায় কয় বচন।। শশক পুরুষ সত্যবাদী মৃগপুরুষ উর্ধ্ধভেদী। অশ্ব বৃষ বেহুশ [...]

চাঁদ ধরা ফাঁদ জান না রে মন।

চাঁদ ধরা ফাঁদ জান না রে মন লেহাজ নাই তোমার নাচানাচি সার একবার লাফ দিয়ে ধরতে চাও গগন।। সামান্যে রসের মর্ম পাবে কে কেবল প্রেমরসের রসিক সে। সে প্রেম কেমন, কর নিরূপণ প্রেমের সন্ধি জেনে থাক চেতন।। ভক্তিপাত্র আগে কর নির্ণয় মুক্তিদাতা এসে তাতে বারাম দেয়। নইলে হবে না প্রেম উপাসনা মিছে জল সেচিয়ে [...]

2017-06-03T21:04:13+06:00Tags: , , , |

মানুষ মানুষ সবাই বলে।

মানুষ মানুষ সবাই বলে। আছে কোন মানুষের বসত কোন দলে।। অযোনী সহজ সংস্কার তারে কি সন্ধানে সাধবো এবার। বড় অগম্ভু মানুষ লীলে সে মানুষ লীলে।। সংস্কার সাধন নাহি জানি কোথায় পাই সহজ কোথায় অযোনী। বেড়াই গোলে হরিবোল বলে গোলে হরিবোল বলে।। তিন মানুষের করণ বিচক্ষন তারে জানলে হবে এক নিরূপণ। অধীন লালন প’লো গোলেমালে [...]

2017-06-03T21:04:16+06:00Tags: , , , |

দেখিলাম এ সংসার ভোজবাজি প্রকার।

দেখিলাম এ সংসার ভোজবাজি প্রকার দেখিতে দেখিতে অমনি কে বা কোথা যায়। মিছে এ ঘরবাড়ি মিছে ধন টাকাকড়ি মিছে দৌড়াদৌড়ি করি কার মায়ায়।। কীর্তিকর্মার কীর্তি কে বুঝতে পারে সে বা জীবকে কোথায় লয়ে যায় ধরে। এ কথা আর শুধাব কারে নিগুঢ়তত্ত্ব অর্থ কে বলবে আমায়।। যে করে এই লীলে তারে চিনলাম না আমি আমি [...]

গেড়ে গাঙ্গেরে ক্ষ্যাপা।

গেড়ে গাঙ্গেরে ক্ষ্যাপা হাপুর হুপুর ডুব পাড়িলে। এবার মজা যাবে বোঝা কার্তিকের উলানির কালে।। কুতবি যখন কফের জ্বালায় তাবিজ তাগা বাঁধবি গলায়। তাতে কি রোগ হবে ভালাই মস্তকের জল শুষ্ক হলে।। বাইচালা দেয় ঘড়ি ঘড়ি ডুব পারিস কেন তাড়াতাড়ি। প্রবল হবে কফের নাড়ি যাতে হানি জীবনমূলে।। ক্ষান্ত দে রে ঝাঁপই খেলা শান্ত হরে ও [...]

2017-06-03T21:04:29+06:00Tags: , , , |

সব সৃষ্টি করলো যে জন।

সব সৃষ্টি করলো যে জন তারে সৃষ্টি কে করেছে। সৃষ্টি ছাড়া কি রূপে সে সৃষ্টিকর্তা নাম ধরেছে।। সৃষ্টিকর্তা বলছো যারে লা শরিক হয় কেমন করে। ভেবে দেখো পূর্বাপরে সৃষ্টি করলেই শরিক আছে।। চন্দ্র সূর্য যে গঠেছে তার খবর কে করেছে। নীরেতে নিরঞ্জন আছে নীরের জন্ম কে দিয়েছে।। স্বরূপ শক্তি হয় যে জনা [...]

2017-06-03T21:04:30+06:00Tags: , , |

কে তাহারে চিনতে পারে।

ভবে কে তাহারে চিনতে পারে এসে মদীনায় তরিক জানায় এ সংসারে।। সবাই বলে নবী নবী নবী কি নিরঞ্জন ভাবি। দেল ঢুঁড়িলে জানতে পাবি আহম্মদ নাম হলো কারে।। যার মর্ম সে যদি না কয় সাধ্য কার কে জানিতে পায়। তাইতে আমার দীন দয়াময় মানুষরূপে ঘোরে ফেরে।। নফী এজবাত যে বোঝেনা মিছে রে তার পড়াশুনা। লালন [...]

2017-06-03T21:04:34+06:00Tags: , , |

গোষ্ঠে চলো হরিমুরারি।

লয়ে গোধন গোষ্ঠের কানন চলো গোকুলবিহারী গোষ্ঠে চলো হরিমুরারি।। তুই আমাদের সঙ্গে যাবি বনফল সব খেতে পাবি। আমরা ম’লে তুই বাঁচাবি তাই তোরে সঙ্গে করি।। ওরে ও ভাই কেলে সোনা চরণে নূপুর দে না। মাথায় মোহন চূড়া নে না ধড়া পর বংশীধারী।। যে ত্বরাবে এই ত্রিভূবন সে যাবে আজ গোষ্ঠের কানন। ঠিক রেখ মন [...]

ধন্য আশেকিজনা এ দীন দুনিয়ায়।

ধন্য আশেকিজনা এ দীন দুনিয়ায়। আশেক জোরে গগণের চাঁদ পাতালে নামায়।। সুঁইছিদ্রে চালায় হাতি বিনা তেলে জ্বালায় বাতি। কখন হয় নিষ্ঠারতি ঠাঁই অঠাঁই রয়।। কাম করে না নাম জপে না শুদ্ধ দেল আশেক দেওয়ানা। তাইতে আমার সাঁই রব্বানা মদদ সদাই।। আশেকের মাশুকি নামাজ তাইতে রাজি সাঁই বেনিয়াজ। লালন করে শৃগালের কাজ দিয়ে [...]

2017-06-03T21:04:40+06:00Tags: , |
Go to Top