Abdul Karim Shah

মানুষ ভজলে সোনার মানুষ হবি।

মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি।। এই মানুষে মানুষ গাথা গাছে যেমন আলকলতা। জেনে শুনে মুড়াও মাথা জাতে ত্বরবি।। দ্বিদলে মৃণালে সোনার মানুষ উজলে। মানুষ গুরুর কৃপা হলে জানতে পাবি।। এই মানুষ ছাড়া মন আমার পড়বি রে তুই শূন্যকার। লালন বলে মানুষ আকার ভজলে তারে পাবি।। [...]

মানুষতত্ত্ব যার সত্য হয় মনে।

মানুষতত্ত্ব যার সত্য হয় মনে। সেকি অন্য তত্ত্ব মানে।। মাটির ঢিবি কাঠের ছবি ভূত ভবিষ্যৎ দেবাদেবী। ভোলে না সে এসব রূপী মানুষ ভজে দিব্যজ্ঞানে।। জোরোই সরোই লোলা ঝোলা পেঁচাপেঁচী আলাভোলা। তাতে নয় সে ভোলনেওয়ালা যে জন মানুষ রতন চেনে।। ফেয়োফেপি ফ্যাকসা যারা ভাকা ভোকায় ভোলে তারা। লালন তেমনি চটামারা ঠিক দাঁড়ায় না একখানে।। [...]

গুণে পড়ে সারলি দফা।

গুণে পড়ে সারলি দফা করলি রফা গোলেমালে। ভাবলিনে মন কোথা সে ধন ভাজলি বেগুন পরের তেলে।। করলি বহু পড়াশোনা কাজে কামে ঝলসে কানা। কথায় তো চিড়ে ভেজে না জল কিংবা দুধ না দিলে।। আর কি হবে এমন জনম লুটবি মজা মনের মতন। বাবার হোটেল ভাঙবে যখন খাবি তখন কার বা শালে।। হায়রে মজা তিলে [...]

আহাদে আহাম্মদ এসে নবি নাম কে জানালে।

আহাদে আহাম্মদ এসে নবি নাম কে জানালে। যে তনে করিলে সৃষ্টি সে তন কোথায় রাখিলে।। আহাদ নামে পরওয়ার আহাম্মদ রূপে সে এবার। জন্মমৃত্যু হয় যদি তার শরার আইন কই চলে।। নবি যারে মানিতে হয় উচিৎ বটে তাই জেনে লয়। নবি পুরুষ কি সে প্রকৃতি কায় সৃষ্টির সৃজনকালে।। আহাদ নামে কেন রে ভাই মানবলীলা করিলেন [...]

আজব আয়না মহল মণি গভীরে।

আজব আয়না মহল মণি গভীরে। সেথা সতত বিরাজে সাঁইজী মেরে।। পূর্বদিকে রত্নবেদি তার উপরে খেলছে জ্যোতি। যে দেখেছে ভাগ্যগতি সচেতন সে সব খবরে।। জলের ভিতর শুকনো জমি আঠারো মোকাম তাই কায়েমি। নিঃশব্দে শব্দের উদ্‌গামী যা যা সেই মোকামের খবর জান গা যা রে।। মণিপুরের হাটে মনোহারি কল তেহাটা ত্রিবিনী তাহে বাঁকা নল। মাকড়শার আঁশে [...]

2017-06-03T21:04:15+06:00Tags: , , , |

মধুর দেল দরিয়ায় ডুবে করো ফকিরি।

মধুর দেল দরিয়ায় ডুবে করো ফকিরি। ছাড় ফিকিরি করো ফকিরি দিন হলো আখেরি।। খোদার তখত বান্দার দেল যথা কোরানে বলেছেন আপে খোদ খোদায়। আজাজিলের পর হলো খাতা না বুঝে দেল গভীরি।। জানতে হয় সে দেলের চৌদ্দ ঘর আঠারো মোকাম চারিতে বিচার। লা মোকামে তাহার উপর মাওলার নিজ আসন সেই পুরী।। দেলদরিয়ায় ডুবারু যেজন হয় [...]

কে তোর মালেক চিনলি না রে।

কে তোর মালেক চিনলি না রে। মন তোর এমন জনম কি আর হবে রে।। দেবের দুর্লভ এবার মানবজনম তোমার। এমন জনমের আচার করলি কিরে।। নিঃশ্বাসের নাইরে বিশ্বাস পলকে করিবে নৈরাশ। তখন মনে রবে মনের আশ বলবি কারে।। এখনও শ্বাস আছে বজায় যা করো মন তাই সিদ্ধি হয়। সিরাজ সাঁই তাই বারে বার কয় লালনেরে।। [...]

2017-06-03T21:04:20+06:00Tags: , , |

কেন সময় বুঝে বাঁধাল বাঁধলে না।

কেন সময় বুঝে বাঁধাল বাঁধলে না জল শুকাবে মীন পালাবে পস্তাবিরে ভাই মনা।। ত্রিবেনীর তীর ধারে মীনরূপে সাঁই বিরাজ করে। উপর উপর বেড়াও ঘুরে গভীরে কেন ডুবলেনা ।। মাসান্তে মহাযোগ হয় নিরস হতে রস ভেসে যায়। করিয়ে সে যোগের নির্ণয় মীনরূপ খেলা দেখলে না।। জগত জোড়া মীন অবতার মর্ম আছে সন্ধির উপর। সিরাজ সাঁই [...]

2017-06-03T21:04:39+06:00Tags: , , |
Go to Top