হীরা লাল মতির দোকানে গেলে না।

হীরা লাল মতির দোকানে গেলে না। সদাই কিনলি রে পিতল দানা।। চটকে ভুলে রে মন হারালি অমূল্য ধন। হারলে বাজি কাঁদলে তখন আর সারে না।। পিছের কথা আগে ভাবে উচিত বটে তাই জানিবে। গত কাজের বিধি কিরে মন রসনা।। ব্যাপারে লাভ করলে ভাল সে গুণপনা জানা গেল। লালন বলে মিছে হলো আওনা যাওনা।। [...]

2017-06-03T21:04:13+06:00Tags: , , , |

হীরা মতি জহুরা কোটিময়।

হীরা মতি জহুরা কোটিময়। সে চাঁদ লক্ষ করে যোজন ফাঁকে রয় কোটি চন্দ্র কোটিময়।। ঊনকোটি দেবতা সঙ্গে আছে গাঁথা ব্রহ্মা বিষ্ণু শিব নারায়ণ জয় জয় জয়। যে জন শুদ্ধ সাধক হয় সে চাঁদ দেখিতে পায় সে জন মৃণাল ধরে উজান ধায়।। ষড়চক্র পরে আছে আদি বিধান তার পূর্ণ করে ষোলকলা ভেদ করে সপ্ততলা, তার [...]

হক নাম বলো রসনা।

হক নাম বলো রসনা যে নাম স্মরণে যাবে জঠর যন্ত্রণা।। শিয়রে শমন বসে কখন জানি বাঁধবে কষে। ভুলে রইলি বিষয় বিষে দিশে হলো না।। কয়বার যেন ঘুরে ফিরে মানব জনম পেয়েছো রে। এবার যেন অলস করি সে নাম ভুলো না।। ভবের ভাই বন্ধুয়াদি কেউ হবে না সঙ্গের সাথী। লালন বলে গুরুরতি করো সাধনা।। [...]

হরি বলে হরি কাঁদে কেনে।

হরি বলে হরি কাঁদে কেনে ধারা বহে দু’নয়নে।। হরি বলে হরি গোরা দু’নয়নে বহে ধারা। কী ছলে এসেছে গোরা নদীয়া ভুবনে।। আমারা যত পুরুষ নারী দেখিতে আইলাম হরি। হরিকে হরিল হরি সেই হরি কোনখানে।। গৌরহরি দেখে এবার কত পুরুষ নারী ছেড়ে যায় ঘর। সেই হরি কী করে এবার লালন তাই ভাবে মনে।। [...]

2017-06-03T21:04:25+06:00Tags: , , |

কে বানাইলো এমন রঙমহল খানা।

কে বানাইলো এমন রঙমহল খানা হাওয়া দমে দেখ তারে আসল বেনা।। বিনা তেলে জ্বলে বাতি দেখতে যেমন মুক্তা মতি জলময় তার চতুর্ভিতি মধ্যে খানা।। তিল পরিমাণ জায়গা সে যে হদ্দরূপ তাহার মাঝে কালায় শোনে আঁধলায় দেখে নেংড়ার নাচনা।। যে গঠিল এ রঙমহল না জানি তার রূপটি কেমন। সিরাজ সাঁই কয় নাইরে লালন তার তুলনা।। [...]

হতে চাও হুজুরের দাসী।

হতে চাও হুজুরের দাসী মনে গলদ পুরা রাশিরাশি।। না জানো সেবা সাধনা না জানো প্রেম উপাসনা। সদাই দেখি ইতরপনা প্রভু রাজি হবে কিসি।। কেশ বেঁধে বেশ করলে কি হয় রসবোধ না যদি রয়। রসবতী কে তারে কয় কেবল মুখে কাষ্ঠহাসি।। কৃষ্ণপদে গোপী সুজন করেছিলো দাস্য সেবন লালন বলে তাই কিরে মন পারবি ছেড়ে সুখবিলাসী।। [...]

2017-06-03T21:04:35+06:00Tags: , , |
Go to Top