রাত পোহালে পাখি বলে।

রাত পোহালে পাখি বলে দে রে খাই দে রে খাই। আমি গুরু কার্য মাথায় রেখে কি করি আর কোথায় যাই।। এমন পাখি কে বা পোষে খেতে চায় সাগর শুষে তারে কি দিয়ে জোগাই।। আমার বুদ্ধি গেল সাধও গেল নাম হল রে পেটুক সাঁই।। আমি বলি ও আত্মারাম মুখেতে লও আল্লার নাম। তুমি যাতে মুক্তি [...]

2017-06-03T21:04:13+06:00Tags: , , , |

রসিক নাম ধরিয়ে মনা।

রসিক নাম ধরিয়ে মনা বেড়াও রে জগৎ মাতিয়ে। ভাব জান না ভাবুক রঙ্গা ভাঙলি রে মাটি গুতিয়ে।। নাদায় গুড় নাই রে মনা খাবরি ভোঁ ভোঁ করে উড়ে বেড়াও হলো না তোর সাবড়ি। গর্তে প’লি চুবনি খেলি তবু উঠিস কুতকুতিয়ে।। পেয়েছ জল সেচা এক চাকরি পড়িয়ে ধরি গেড়ে গুড়ি সেচে করলি আখরি। রসিক যারা চতুর [...]

রাখিলেন সাঁই কূপজল করে।

রাখিলেন সাঁই কূপজল করে আন্দেলা পুকুরে।। কবে হবে সজল বরষা চেয়ে আছি সেই ভরসা। আমার এই ভগ্নদশা যাবে কতদিন পরে। এবার যদি না পাই চরণ আবার কি পরি ফ্যারে।। নদীর জল কূপজল হয় বিল বাওরে পরে রয় সাধ্য কি সে গঙ্গাতে যায় গঙ্গা না এলে পরে। জীবের তেমনি ভজন বৃথা তোমার দয়া নাই যারে।। [...]

গুরু সুভাব দাও আমার মনে।

রাঙ্গা চরণ যেন ভুলিনে। গুরু সুভাব দাও আমার মনে।। তুমি নির্দয় যাহার প্রতি সদাই ঘটে তার কুমতি। তুমি মনরথের হংসরথি যথা লও যাই সেখানে।। তুমি মনের মন তরী তুমি তন্ত্রের তন্ত্রী। তুমি যন্ত্রের যন্ত্রী না বাজাও বাজবে কেনে।। আমার জন্ম অন্ধ মন নয়ন তুমি বৈদ্য সচেতন। চরণ দেখবো আশায় কয় লালন জ্ঞানঅঞ্জন দাও মোর [...]

Go to Top