মন সহজে কি সই হবা।

চিরদিন ইচ্ছা মনে আইল ডিঙ্গায়ে ঘাস খাবা মন সহজে কি সই হবা। ডাবার পর মুগুর প’লে সেইদিনে গা টের পাবা।। বাহার তো গেছে চলে পথে যাও ঠেলা পেড়ে কোনদিনে পাতাল ধাবা তবু দেখি গেলো না তোর ত্যাড়া চলন বদলোভা।। সুখের আশ থাকলে মনে দুঃখের ভার নিদানে তুমি অবশ্যই মাথায় নিবা। সুখ চেয়ে সোয়াস্তি ভালো [...]

2019-12-29T12:01:58+06:00Tags: , , , |

মানুষ ভজলে সোনার মানুষ হবি।

মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি।। এই মানুষে মানুষ গাথা গাছে যেমন আলকলতা। জেনে শুনে মুড়াও মাথা জাতে ত্বরবি।। দ্বিদলে মৃণালে সোনার মানুষ উজলে। মানুষ গুরুর কৃপা হলে জানতে পাবি।। এই মানুষ ছাড়া মন আমার পড়বি রে তুই শূন্যকার। লালন বলে মানুষ আকার ভজলে তারে পাবি।। [...]

মওলা বলে ডাক রসনা।

মওলা বলে ডাক রসনা গেল দিন ছাড় বিষয় বাসনা।। যেদিনে সাঁই হিসাব নেবে আগুন পানির তুফান হবে এ বিষয় তোর কোথা রবে একবার ভেবে দেখনা।। সোনার কুঠুরি কোঠা রে মন সোনার খাট পালঙ্কে শয়ন। শেষে হবে সব অকারণ সার হবে মাটির বিছানা।। ইমান ধন আখেরের পুঁজি সে ঘরে দিলে না কুঞ্জি। লালন বলে হারলে [...]

মন তোর আপন বলতে আর কে আছে।

মন তোর আপন বলতে আর কে আছে। তুমি কার কাঁদায় কাঁদো মিছে।। থাক সে ভবের ভাই বেরাদার প্রাণপাখি সেও নয় আপনার। পরের মায়ায় মজে এবার প্রাপ্ত ধন হারায় পিছে।। মিছে মায়ার মদ খেও না প্রাপ্তপদ ভুলে যেও না। এবার গেলে আর হবেনা পড়বি কয় যুগের প্যাঁচে।। সারা নিশি দেখ মনুরায় নানান পক্ষী এক বৃক্ষে [...]

2017-06-03T21:04:13+06:00Tags: , , , |

মূল হারালাম লাভ করতে এসে।

মূল হারালাম লাভ করতে এসে দিয়ে ভাঙ্গা নায় বোঝাই ঠেসে। জনমভাঙ্গা তরী আমার বল ফুরালো জল সেঁচে।। গলুই ভাঙ্গা জলুই খসা বরাবরই এমনি দশা গাবকালিতে যায় না কসা কী করি তার নাই দিশে।। কত ছুতোর ডেকে আনি সারতে এই ভাঙ্গা তরণী এক জাগায় খোঁচ গড়তে অমনি আর এক জাগায় যায় ফেঁসে।। যে ছুতোরের নৌকা [...]

2017-06-03T21:04:13+06:00Tags: , , , |

মনের নেংটি এঁটে করো রে ফকিরী।

মনের নেংটি এঁটে করো রে ফকিরী। আমানতের ঘরে যেন হয় নারে চুরি।। এদেশেতে দেখি সদায় ডাকিনী যোগিনীর ভয়। দিনেতে মানুষ ধরে খায় থেকো হুঁশিয়ারী।। বারে বারে বলি রে মন করো রে আত্মসাধন। আকর্ষণে দুষ্ট দমন করো ধরি ধরি।। কাজ দেখি ধড়ফড়ে নেংটি তোমার নড়বড়ে। খাটবে নারে লালন ভেড়ে টাকশালে চাতুরী।। খোদা [...]

মানুষতত্ত্ব যার সত্য হয় মনে।

মানুষতত্ত্ব যার সত্য হয় মনে। সেকি অন্য তত্ত্ব মানে।। মাটির ঢিবি কাঠের ছবি ভূত ভবিষ্যৎ দেবাদেবী। ভোলে না সে এসব রূপী মানুষ ভজে দিব্যজ্ঞানে।। জোরোই সরোই লোলা ঝোলা পেঁচাপেঁচী আলাভোলা। তাতে নয় সে ভোলনেওয়ালা যে জন মানুষ রতন চেনে।। ফেয়োফেপি ফ্যাকসা যারা ভাকা ভোকায় ভোলে তারা। লালন তেমনি চটামারা ঠিক দাঁড়ায় না একখানে।। [...]

মনের কথা বলবো কারে।

মনের কথা বলবো কারে মন জানে আর জানে মরম মজেছি মন দিয়ে যারে।। মনের তিনটি বাসনা নদীয়ায় করবো সাধনা নইলে মনের বিয়োগ যায় না তাইতে ছিদাম এ হাল মোরে।। কটিতে কৌপীন পরিবো করেতে করঙ্গ নেবো মনের মানুষ মনে রাখবো কর যোগাবো মনের শিরে।। যে দায়ের দায় আমার এ মন রসিক বিনে বুঝবে কোনজন গৌর [...]

2017-06-03T21:04:14+06:00Tags: , , , , |

মনের হলো মতিমন্দ।

মনের হলো মতিমন্দ। তাইতে হয়ে রইলাম আমি জন্ম-অন্ধ।। ভবরঙ্গে থাকি মজে ভাব দাঁড়ায় না হৃদয় মাঝে। গুরুর দয়া হবে কিসে দেখে ভক্তিবিহীন পশুর ছন্দ।। ত্যাজিয়ে সুধারতন গরল খেয়ে ঘটাই মরণ। মানি নে সাধু গুরুর বচন তাইতে মূল হারায়ে শেষে হইরে ধন্ধ।। বালক বৃদ্ধ সকলে কয় সাধুচিত্ত আনন্দময়। লালন বলে আমার সদাই যায় না মনের [...]

2023-07-05T10:47:57+06:00Tags: , , , |

মধুর দেল দরিয়ায় ডুবে করো ফকিরি।

মধুর দেল দরিয়ায় ডুবে করো ফকিরি। ছাড় ফিকিরি করো ফকিরি দিন হলো আখেরি।। খোদার তখত বান্দার দেল যথা কোরানে বলেছেন আপে খোদ খোদায়। আজাজিলের পর হলো খাতা না বুঝে দেল গভীরি।। জানতে হয় সে দেলের চৌদ্দ ঘর আঠারো মোকাম চারিতে বিচার। লা মোকামে তাহার উপর মাওলার নিজ আসন সেই পুরী।। দেলদরিয়ায় ডুবারু যেজন হয় [...]

Go to Top