ভবে মানুষ গুরু নিষ্ঠা যার।

ভবে মানুষ গুরু নিষ্ঠা যার সর্বসাধন সিদ্ধ হয় তার।। নদী কিংবা বিল বাওড় খাল সর্বস্থলে একই এক জল। একা মেরে সাঁই ফেরে সর্ব ঠাঁই মানুষে মিশিয়ে হয় বেদান্তর।। নিরাকারে জ্যোতির্ময় যে আকার সাকার হইল সে। যেজন দিব্যজ্ঞানী হয় সেহি জানতে পায় কলি যুগে হলো মানুষ অবতার।। বহুতর্কে দিন বয়ে যায় বিশ্বাসে ধন নিকটে পায়। [...]

ভজরে জেনে শুনে।

ভজরে জেনে শুনে নবী কলমা কলেন্দা আলী হালদাতা ফাতেমা দাতা কি ধন দানে।। নিলে ফতেমার স্মরণ ফতেহ্ হয় করণ আছে ফরমান সাঁইর জবানে।। সৃষ্টিকর্তা সৃষ্টি করলেন সবারই যুগে যুগে মাতা হন যোগেশ্বরী। সুযোগ না বুঝে কুযোগে মজে এ জীব মারা গেল ঘোর তুফানে।। শুনেছি মা তুমি অবিম্বধারী বেদান্তের উপরে গম্ভু তাহারি। তারে চেনা হলো [...]

2017-06-03T21:04:20+06:00Tags: , , |

ভজরে আনন্দের গৌরাঙ্গ।

ভজরে আনন্দের গৌরাঙ্গ। যদি ত্বরিতে বাসনা থাকে ধর রে মন সাধুর সঙ্গ।। সাধুর গুণ যায় না বলা শুদ্ধ চিত্ত অন্তর খোলা। সাধুর দরশনে যায় মনের ময়লা পরশে প্রেমতরঙ্গ।। সাধুজনার প্রেম হিল্লোলে কত মানিক মুক্তা ফলে সাধু যারে কৃপা করে প্রেমময় দেয় প্রেমঅঙ্গ।। এক রসে হয় প্রতিবাদী এক রসে ঘুরছে নদী। এক রসে নৃত্য করে [...]

ভক্তের দ্বারে বাঁধা আছেন সাঁই।

ভক্তের দ্বারে বাঁধা আছেন সাঁই। হিন্দু কি যবন বলে জাতের বিচার নাই।। ভক্ত কবির জেতে জোলা শুদ্ধ ভক্তি মাতোয়ালা। ধরেছে সেই ব্রজের কালা দিয়ে সর্বস্ব ধন তাই।। রামদাস মুচি ভবের পরে ভক্তির বল সদাই করে। সেবায় স্বর্গে ঘণ্টা পড়ে সাধুর মুখে শুনতে পাই।। এক চাঁদে হয় জগৎ আলো এক বীজে সব জন্ম [...]

আছে ভাবের তালা যেই ঘরে।

আছে ভাবের তালা যেই ঘরে সেই ঘরে সাঁই বাস করে।। ভাব দিয়ে খোল ভাবের তালা দেখবি সে মানুষের খেলা। ঘুচে যাবে মনের ঘোলা থাকলে সে রূপ নিহারে।। ভাবের ঘরে কি মূরতি ভাবের লন্ঠন ভাবের বাতি। ভাবের বিভাব হলে এক রতি অমনি সে রূপ যায় সরে।। ভাব নইলে ভক্তিতে কি হয় ভেবে বুঝে দেখ মনুরায়। [...]

Go to Top