বিষয় বিষে চঞ্চলা মন দিবা রজনী।

বিষয় বিষে চঞ্চলা মন দিবা রজনী। মনকে বোঝালে বুঝ মানেনা ধর্মকাহিনী।। বিষয় ছাড়িয়ে কবে আমার মন শান্ত হবে। আমি কবে সে চরণ করিব স্মরণ যাতে শীতল হবে তাপিত পরানি।। কোনদিন শ্মশানবাসী হব কি ধন সঙ্গে লয়ে যাব। কি করি কি কই ভূতের বোঝা বই একদিন ভাবলাম না গুরুর বানী।। অনিত্য দেহেতে বাসা তাইতে এত [...]

বলরে নিমাই বল আমারে।

বলরে নিমাই বল আমারে। রাধা বলে আজগুবি আজ কাঁদলি কেন ঘুমের ঘোরে।। সেই যে রাধার কি মহিমা বেদাদিতে নাইরে সীমা। ধ্যানে যারে পায় না ব্রহ্মা তুই কি রূপে জানলি তারে।। রাধে তোমার কি হয় নিমাই সত্য করে বলো আমায়। এমন বালক সময় এ বোল কে শেখালো তোরে।। তুমি শিশু ছেলে আমার মা হয়ে ভেধ [...]

2017-06-03T21:04:15+06:00Tags: , , , , |

ব্রজলীলে একি লীলে।

ব্রজলীলে একি লীলে কৃষ্ণ গোপীকারে জানাইলে।। যারে নিজ শক্তিতে গঠলেন নারায়ণ আবার গুরু বলে ভজলেন তার চরণ। একি ব্যবহার শুনতে চমৎকার জীবের বোঝা ভার ভূমণ্ডলে।। লীলা দেখিয়ে কম্পিত ব্রজধাম নারীর মান ঘুচাইতে যোগী হলেন শ্যাম। দুর্জয় মানের দায় বাঁকা শ্যামরায় নারীর পাদপদ্ম মাথায় নিলে।। ত্রিজগতের চিন্তা শ্রীহরি আজ কি নারীর চিন্তায় হলেন গো হরি। [...]

2017-06-03T21:04:20+06:00Tags: , , |

বাড়ির কাছে আরশিনগর।

বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই তরণী পারে। মনে বাঞ্ছা করি দেখব তারে কেমনে সে গাঁয় যাই রে।। কি বলবো সেই পড়শির কথা তার হস্তপদ স্কন্ধমাথা নাইরে। ক্ষণেক থাকে শূন্যের উপর ক্ষণেক ভাসে নীরে।। পড়শি যদি আমায় ছুঁতো [...]

বলো স্বরূপ কোথায় আমার সাধের প্যারি।

বলো স্বরূপ কোথায় আমার সাধের প্যারি। যার জন্য হয়েছি রে দণ্ডধারী।। কোথা সে নিকুঞ্জ বন কোথা যমুনা উজান। কোথা সেই গোপ গোপিনীগণ আহা মরি।। রামানন্দের দরশনে পূর্বভাব উদয় মনে। যাবো আমি কার বা সনে সেই পুরী।। আর কি রে সেই সঙ্গ পাবো মনের সাধ মিটাইবো। পরম আনন্দে রবো ঐ রূপ হেরি।। গোরাঙ্গ এই দিনে [...]

2017-06-03T21:04:22+06:00Tags: , , |

বিষামৃত আছে রে মাখাজোখা।

বিষামৃত আছে রে মাখাজোখা। কেউ জানেনা কেউ শোনেনা যায়না জীবের দেলের ধোঁকা।। হিংসা নিন্দা তমঃ গেলে আলো হয় তার হৃদকমলে। অধমে উত্তম মেলে গুরু যারে হয় সখা।। মায়ের স্তনে শিশু ছেলে দুগ্ধ খায় তার দুগ্ধ মেলে। সেই ধারাতে জোঁক লাগিলে রক্তনদী পায় দেখা।। গাভীর ভান্ডে গোরচনা গাভী তাহার ভেধ জানেনা। সিরাজ সাঁই কয় লালন [...]

2017-06-03T21:04:24+06:00Tags: , , |

বসত বাড়ির ঝগড়া কেজে।

বসত বাড়ির ঝগড়া কেজে আমার তো কই মিটলো না। কার গোয়ালে কে দেয় ধূমা সব দেখি তা না না না।। ঘরের চোরে ঘর মারে যার বসতের সুখ হয় কিসে তার। ভূতের কীর্তি যেমন প্রকার তেমনি তার বসতখানা।। দেখে শুনে আত্মকলহ বাড়ির কর্তাব্যক্তি হত হলো। সাক্ষাতে ধন চোরে গেল এ লজ্জা তো যাবে না।। সর্বজয় [...]

বিদেশীর সঙ্গে কেউ প্রেম করো না।

বিদেশীর সঙ্গে কেউ প্রেম করো না। আগে ভাব জেনে প্রেম করো যাতে ঘুচবে মনের বেদনা।। ভাব দিলে বিদেশীর ভাবে ভাবে ভাব কভু না মিশিবে। পথের মাঝে গোল বাঁধিলে কারো সাথে কেউ যাবে না।। দেশের দেশী যদি সে হয় মনে করে তারে পাওয়া যায়। বিদেশী ঐ জংলা টিয়ে কখনো পোষ মানে না।। নলিনী আর সূর্যের [...]

2017-06-03T21:04:27+06:00Tags: , , |

বেদে কি তার মর্ম জানে।

বেদে কি তার মর্ম জানে। যেরূপ সাঁইয়ের লীলাখেলা আছে এই দেহ-ভুবনে।। পঞ্চতত্ত্ব বেদের বিচার পন্ডিতেরা করেন প্রচার। মানুষতত্ত্ব ভজনের সার বেদ ছাড়া বৈরাগ্যের মানে।। গোলে হরি বললে কি হয় নিগূঢ়তত্ত্ব নিরালা পায় নীরে ক্ষীরে যুগলে রয় সাঁইয়ের বারামখানা সেইখানে।। পড়িলে কি পায় পদার্থ আত্মতত্ত্বে যারা ভ্রান্ত। লালন বলে সাধু মহান্ত সিদ্ধি হয় [...]

2017-06-03T21:04:39+06:00Tags: , , |

বিনা পাগালে গড়িয়ে কাঁচি।

বিনা পাগালে গড়িয়ে কাঁচি করছো নাচানাচি। ভেবেছো কামার বেটারে ফাঁকিতে ফেলেছি।। জানা যাবে এসব নাচন কাঁচিতে কাটবে না যখন কারে করবি দোষী। বোঁচা অস্ত্র টেনে কেবল মরছো মিছামিছি।। পাগলের গোবধ আনন্দ মন তোমার আজ সেহি ছন্দ দেখে ধন্দ আছি। নিজ মরণ পাগলে বোঝে তাও তোমার নাই বুঝি।। কেন রে মন এমন হলি [...]

2017-06-03T21:04:40+06:00Tags: , |
Go to Top