তুমি বা কার কে বা তোমার এই সংসারে।

তুমি বা কার কে বা তোমার এই সংসারে মিছে মায়ায় মজিয়ে মন কি করো রে।। এত পিরিত দন্ত জিহ্বায় কায়দা পেলে সেও সাজা দেয়। স্বল্পেতে সব জানিতে হয় ভাব নগরে।। সময়ে সকলই সখা অসময় কেউ দেয় না দেখা। যার পাপে সে ভোগে একা চার যুগে রে।। আপনি যখন নয় আপনার কারে বলো আমার আমার। [...]

তিন পাগলে হলো মেলা নদেয় এসে।

তোরা কেউ যাসনে ও পাগলের কাছে। তিন পাগলে হলো মেলা নদেয় এসে।। একটা পাগলামি করে জাত দেয় সে অজাতেরে দৌড়ে যেয়ে। আবার হরি বলে পড়ছে ঢলে ধূলার মাঝে।। একটা নারকেলের মালা তাতে জল তোলা ফেলা করঙ্গ সে। পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে।। পাগলের নামটি এমন বলিতে ফকির লালন হয় তরাসে। চৈতে নিতে [...]

Go to Top