জিজ্ঞাসিলে খোদার কথা।

আছেন কোথায় স্বর্গপুরে কেউ নাহি তার ভেধ জানে। কেন জিজ্ঞাসিলে খোদার কথা দেখায় আসমানে।। পৃথিবী গোলাকার শুনি অহর্নিশি ঘোরে আপনি। তাইতে হয় দিন-রজনী জ্ঞানী গুনী তাই মানে।। একদিকেতে নিশি হলে অন্যদিকে দিবা বলে। আকাশতো দেখে সকলে খোদা দেখে কয়জনে।। আপন ঘরে কে কথা কয় না জেনে আসমানে তাকায়। লালন বলে কেবা কোথায় বুঝিবে দিব্যজ্ঞানে।। [...]

জাত গেল জাত গেল বলে।

জাত গেল জাত গেল বলে একি আজব কারখানা। সত্য কাজে কেউ নয় রাজি সবই দেখি তা না না না।। আসবার কালে কি জাত ছিলে এসে তুমি কি জাত নিলে। কি জাত হবা যাবার কালে সেই কথা ভেবে বলো না।। ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি এক জলে সব হয় গো শুচি। দেখে শুনে হয় না রুচি [...]

জানবো এই পাপী হতে।

জানবো এই পাপী হতে যদি এসেছ হে গৌর জীব ত্বরাতে।। নদীয়া নগরে যত জন সবারে বিলালে প্রেমরত্নধন। আমি নরাধম না জানি মরম চাইলে না হে গৌর আমা পানেতে।। তোমারই সুপ্রেমের হাওয়ায় কাঠের পুতুল নলিন হয়। আমি দীনহীন ভজন বিহীন অপার হয়ে বসে আছি কুপথে।। মলয়া পর্বতের উপর যত বৃক্ষ সকলই হয় সার। কেবল যায় [...]

জগৎ মুক্তিতে ভোলালেল সাঁই।

জগৎ মুক্তিতে ভোলালেল সাঁই। ভক্তি দাও হে যাতে চরণ পাই।। ভক্তিপদ বঞ্চিত করে মুক্তিপদ দিচ্ছো সবারে। যাতে জীব ব্রহ্মাণ্ডে ঘোরে কান্ড তোমার দেখি তাই।। রাঙ্গা চরণ দেখবো বলে বাঞ্ছা সদাই হৃৎকমলে। তোমার নামের মিঠায় মন মজেছে রূপ কেমন তাই দেখতে চাই।। চরণের যোগ্য মন নয় তথাপি মন ঐ চরণ চায়। ফকির লালন বলে হে [...]

2023-07-05T10:21:49+06:00Tags: , , , |
Go to Top