এক ফুলে চার রঙ ধরেছে।

এক ফুলে চার রঙ ধরেছে। সে ফুলে ভাব নগরে কি শোভা করেছে।। কারণবারির মধ্যে সে ফুল ভেসে বেড়ায় একুল ওকূল। শ্বেতবরণ এক ভ্রমর ব্যাকুল সে ফুলের মধুর আশে ঘুরতেছে।। মূল ছাড়া সে ফুলের লতা ডাল ছাড়া তার আছে পাতা। এ বড় অকৈতব কথা ফুলের ভাব কই কার কাছে।। ডুবে দেখ মন দেল-দরিয়ায় যে ফুলে [...]

এমন মানব জনম আর কি হবে।

এমন মানব জনম আর কি হবে। মন যা কর ত্বরায় কর এই ভবে।। অনন্ত রূপ সৃষ্টি করলেন সাঁই শুনি মানবরূপের উত্তম কিছুই নাই। দেব দেবতাগণ করে আরাধন জন্ম নিতে মানবে।। কত ভাগ্যের ফলে না জানি পেয়েছ এই মানব তরণী। বেয়ে যাও ত্বরায় তরী সুধারায় যেন ভরা না ডোবে।। এই মানুষে হবে মাধুর্য্য ভজন তাইতে [...]

এস হে প্রভু নিরঞ্জন।

এস হে প্রভু নিরঞ্জন। এ ভব তরঙ্গ দেখে আতঙ্কেতে যায় জীবন।। তুমি ভক্তি তুমি মুক্তি অনাদির আদ্যশক্তি। দাও হে আমার ভক্তির শক্তি যাতে তৃপ্ত হয় ভবজীবন।। ধ্যান যোগে তোমারে দেখি তুমি সখা আমি সখী। মম হৃদয় মন্দিরে থাকি দাও ঐ রূপ দরশন।। ত্রিগুনে সৃজিলেন সংসার লীলা দেখে কয় লালন তার। ছাদরাতুল মোন্তাহার উপর নূর [...]

এ গোকুলে শ্যামের প্রেমে।

এ গোকুলে শ্যামের প্রেমে কেবা না মজেছে সখী। কারো কথা কেউ বলে না আমি একা হই কলঙ্কী।। অনেকে তো প্রেম করে এমন দশা ঘটে কারে। গঞ্জনা দেয় ঘরে পরে শ্যামের পদে দিয়ে আঁখি।। তলে তলে তলগোজা খায় লোকের কাছে সতী কওলায়। এমন সৎ অনেক পাওয়া যায় সদর যে হয় সেই পাতকী।। অনুরাগী রসিক হলে [...]

2017-06-03T21:04:20+06:00Tags: , , |

এখন আর ভাবলে কি হবে।

এখন আর ভাবলে কি হবে। কীর্তিকর্মার লেখাপড়া আর কি ফিরিবে।। তুষে যদি কেউ পাড় দেয় তাতে কি আর চাল বাহির হয়। মন যদি হয় তুষের ন্যায় বস্তুহীন ভবে।। কর্পূর উড়ে হাওয়ায় যেমন গোলমরিচ মিশায় তার কারন। মন যদি হয় গোলমরিচ মতন বস্তু কেন যাবে।। হাওয়ার চিড়ে, কথার দধি ফলার হচ্ছে নিরবধি। লালন বলে যার [...]

2017-06-03T21:04:20+06:00Tags: , |

এই দেশেতে এই সুখ হলো।

এই দেশেতে এই সুখ হলো আবার কোথায় যাই না জানি। পেয়েছি এক ভাঙ্গা তরী জনম গেল সেচতে পানি।। আর কিরে এই পাপীর ভাগ্যে দয়াল চাঁদের দয়া হবে। আমার দিন এই হালে যাবে বাইয়ে পাপের তরনী।। আমি বা কার কে বা আমার প্রাপ্ত বস্তু ঠিক নাহি তার। বৈদিক মেঘে ঘোর অন্ধকার উদয় হয় না দিনমণি।। [...]

2017-06-03T21:04:20+06:00Tags: , , , |

এ বড় আজব কুদরতি।

এ বড় আজব কুদরতি। আঠারো মোকামের মাঝে জ্বলছে একটি রূপের বাতি।। কিবা রে কুদরতি খেলা জলের মাঝে অগ্নি জ্বালা। খবর জানতে হয় নিরালা নীরে ক্ষীরে আছে জ্যোতি।। ফণি মণি লাল জহরে সে বাতি রেখেছে ঘিরে। তিন সময় তিন যোগ সে ধরে যে জানে সে মহারথী।। থাকতে বাতি উজ্জ্বলাময় দেখ না যার বাসনা হৃদয়। লালন [...]

এসো দয়াল আমায় পার কর ভবের ঘাটে।

এসো দয়াল আমায় পার কর ভবের ঘাটে। দেখে ভবনদীর তুফান ভয়ে প্রাণ কেঁপে ওঠে।। পাপ পুণ্য যতই করি ভরসা কেবল তোমারি। তুমি যার হও কাণ্ডারি ভব ভয় তার যায় ছুটে।। সাধনার বল যাদের ছিল তারাই কূল কিনারা পেল। আমার দিন অকাজেই গেল। কি জানি হয় ললাটে।। পুরাণে শুনেছি খবর পতিত পাবন নাম তোর। লালন [...]

এমন দিন কি হবে রে আর।

এমন দিন কি হবে রে আর। খোদা সেই করে গেল রসুল রূপে অবতার।। আদমের রূহ সেই কেতাবে শুনিলাম তাই। নিষ্ঠা যার হলো রে ভাই মানুষ মুর্শিদ করলো সার।। খোদ সুরতে পয়দা আদম এও জানা যায় অতি মরম। আকার নাই যার সুরত কেমন লোকে বলে তাও আবার।। আহম্মদের নাম লিখিতে মিম নফি হয় তার কিসিতে। [...]

2017-06-03T21:04:26+06:00Tags: , , |

এসো হে অপারের কাণ্ডারি।

এসো হে অপারের কাণ্ডারি। পড়েছি অকূল পাথারে দাও এসে চরণতরী।। প্রাপ্ত পথ ভুলে হে এবার ভবরোগে ভুগবো কত আর। তুমি নিজগুনে শ্রীচরণ দাও তবে কূল পেতে পারি।। ছিলাম কোথায় এলাম হেথায় আবার আমি যাই যেন কোথায়। তুমি মনোরথের সারথি হয়ে স্বদেশে লও মনেরই।। পতিত পাবন নাম তোমার গো সাঁই পাপী তাপী তাইতে দেয় দোহাই। [...]

Go to Top