রসিক নাম ধরিয়ে মনা

বেড়াও রে জগৎ মাতিয়ে।
ভাব জান না ভাবুক রঙ্গা
ভাঙলি রে মাটি গুতিয়ে।।

নাদায় গুড় নাই রে মনা খাবরি
ভোঁ ভোঁ করে উড়ে বেড়াও
হলো না তোর সাবড়ি।
গর্তে প’লি চুবনি খেলি
তবু উঠিস কুতকুতিয়ে।।

পেয়েছ জল সেচা এক চাকরি
পড়িয়ে ধরি গেড়ে গুড়ি
সেচে করলি আখরি।
রসিক যারা চতুর তারা
আছে হওয়ায় ফাঁদ পাতিয়ে।।

পিচুটে স্বভাব কি তোর যায়না
কথায় দৈন্য কাজে শূন্য
মদন রসে মগনা।
লালন বলে স্বভাব দোষে
হলি রে তুই বেজাতিয়ে।।