কেন সময় বুঝে বাঁধাল বাঁধলে না

জল শুকাবে মীন পালাবে
পস্তাবিরে ভাই মনা।।

ত্রিবেনীর তীর ধারে
মীনরূপে সাঁই বিরাজ করে।
উপর উপর বেড়াও ঘুরে
গভীরে কেন ডুবলেনা ।।

মাসান্তে মহাযোগ হয়
নিরস হতে রস ভেসে যায়।
করিয়ে সে যোগের নির্ণয়
মীনরূপ খেলা দেখলে না।।

জগত জোড়া মীন অবতার
মর্ম আছে সন্ধির উপর।
সিরাজ সাঁই কয় লালন তোমার
সন্ধানীকে চিনলে না।।