Lalongeeti | লালনগীতি 2017-06-03T21:04:12+00:00
 • সদা মন থাকো বাহুঁশ

সদা মন থাকো বাহুঁশ, ধর মানুষ রূপ নিহারে। আয়না-আঁটা রূপের ছটা, চিলেকোঠায় ঝলক মারে।। [...]

 • আছে যার মনের মানুষ, পারে কে যাবি

পারে কে যাবি তোরা আয় না জুটে। নিতাইচাঁদ হয়েছে নেয়ে ভবের ঘাটে।। হরি নামের [...]

 • চলো যাই আনন্দের, সকলই কপালে করে।, দিব্যজ্ঞানে দেখ রে, ভক্তের দ্বারে বাঁধা আছেন, কোথায় আছেরে, স্বরূপে রূপ আছে গিলটি করা।

স্বরূপে রূপ আছে গিলটি করা। রূপসাধন করলো স্বরূপ নিষ্ঠা যারা।। শতদল সহস্রদলে রূপ স্বরূপে [...]

 • করি মানা কাম ছাড়েনা, পার করো হে দয়াল চাঁদ, মন চোরারে, মূল হারালাম, কোন কলে নানান ছবি

কোন কলে নানাবিধ আওয়াজ উদয়। কোন কলে নানান ছবি নাচ করে সদাই।। কলমা পড়ি [...]

 • সবে কি হবে ভবে

সবে কি হবে ভবে ধর্মপরায়ণ। যার যা ধর্ম সেই সে করে তোমার বলা অকারণ।। [...]

 • কে বোঝে মাওলার আলেকবাজি।, গুরুর দয়া, আপনারে আপনি, সহজ মানুষ ভজে দেখনারে মন, মুর্শিদ জানায় যারে

কে বোঝে মাওলার আলেকবাজি। করছে রে কোরানের মানে যা আসে যার মনের বুঝি।। একই [...]

 • আমার মতো প্রাণ, অনাদির আদি, সেই কালাচাঁদ , ধন্য মায়ের নিমাই, কার ভাবে এ ভাব হারে, মিলন হবে কত দিনে, দয়াল নিতাই কারো ফেলে

বুঝবি রে গৌরপ্রেমের কালে আমার মতো প্রাণ কাঁদিলে। দেখা দিয়ে গৌর ভাবের শহর আড়ালে [...]

 • মানুষ ভজলে সোনার মানুষ

মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি।। এই মানুষে [...]

 • কে তোমারে এ বেশ

কে তোমারে এ বেশ ভূষণ পরাইলো বলো শুনি। জিন্দা দেহে মরার বসন খিলকা তাজ [...]

 • গোয়াল ভরা পুষনে ছেলে, জগৎ মুক্তিতে ভোলালেল সাঁই।, দিন দুনিয়ার অচিন মানুষ, নবির তরিকতে দাখিল হলে, কী আইন আনিলেন নবি

কী আইন আনিলেন নবি সকলের শেষে। রেজাবন্দি সালাত যাকাত পূর্বেও তো জাহের আছে।। ঈসা [...]

 • কি সন্ধানে, কি শোভা করেছেন সাঁই, সব সৃষ্টি করলো যে জন, চাঁদে চাঁদে চন্দ্রগ্রহন, চাঁদ ধরা ফাঁদ জান না রে

চাঁদ ধরা ফাঁদ জান না রে মন লেহাজ নাই তোমার নাচানাচি সার একবার লাফ [...]

 • চলো যাই আনন্দের, সকলই কপালে করে।, দিব্যজ্ঞানে দেখ রে, ভক্তের দ্বারে বাঁধা আছেন, কোথায় আছেরে, স্বরূপে রূপ আছে গিলটি করা।

কোথায় আছেরে সেই দ্বীন দরদী সাঁই চেতন গুরুর সঙ্গ লয়ে খবর করো ভাই।। চক্ষু [...]